1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

শ্রীবরদীতে কৃষি জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায়

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে সর্বত্র অবাধে দুই ফসলি তিন ফসলি জমির টপ সয়েল যাচ্ছে ইটভাটায়। ইটভাটা গিলে খাচ্ছে কৃষি জমির উর্বর মাটি। ইটভাটায় ইট প্রস্তুতের জন্য কৃষি জমি থেকে টপ সয়েল নেওয়ার মহাৎসব চলছে। ইটভাটার মালিকরা কৃষি জমির মালিকদের টাকার প্রলোভন দেখিয়ে ফসলি জমির টপ সয়েল কিনে নিয়ে যাচ্ছেন। দেদারচ্ছে কৃষি জমি থেকে উর্বর মাটি ইটভাটা সহ নানা কাজে ব্যবসা হলেও প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ না থাকায় বেড়েই চলছে এর প্রবণতা। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট, ফসলি জমির উর্বর শক্তি হ্রাসসহ পরিবেশ বিপর্যয়ের মারাত্মক ক্ষতির সম্ভাবন্য রয়েছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ষাইটকাকড়া এলাকা থেকে কৃষি জমির উর্বর মাটি শ্রীবরদী পৌরসভার সীমান্ত ঘেঁষা ষাইটকাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে স্থাপিত ‘রাজু ব্রিকস’ এ কেটে নেয়া হচ্ছে, গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া, কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর, খোশালপুর দিয়েলপাড়া কানিপাড়া, রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা, খরিয়াকাজিরচর ইউনিয়নের লংগরপাড়া, শ্রীবরদী সদর ইউনিয়নের দহেরপাড়, তাতিহাটী ইউনিয়নের গেরামারা, পোড়াগড় এলাকা থেকে তিন ফসলি জমির টপ সয়েল অবাধে ইটভাটায় নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটভাটার সর্দার বলেন, প্রতিবছর একটি ইটভাটায় ইট প্রস্তুতের জন্য প্রায় ৮ থেকে ১০ একর কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) এর প্রয়োজন হয়। যার ফলে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।
তিনি আরো জানান, ইটভাটার দূরত্বের উপর নির্ভর করে কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) এর দাম নির্ধারণ করা হয়। ইটভাটা থেকে জমির দূরত্ব কম হলে দাম একটু বেশি আর দুরত্ব বেশি হলে মাটির দাম কম হয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: হুমায়ুন দিলদার বলেন, কৃষি জমির টপ সয়েল বিক্রি করলে সেই জমির উর্বরতা হারিয়ে ফেলে। ফলে ওই জমিতে ফসল উৎপাদন কম হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!